কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে তানজিলা আক্তার তাবাচ্ছুম (১৫ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার গ্রামে।
জানা গেছে, রবিবার (২৩ অক্টোবর) সকালে কামাল খামার বয়েজের মোড় গ্রামের আবুল হোসেনের কন্যা সকালে শিশুটির দাদা আবু বক্কর মাঠে গরু চড়াতে গেলে শিশু তানজিলা দাদার অজান্তে পিছু নেয়, সে সময় শিশুটি পা পিছলে পুকুরে পড়ে যায়। দাদা আবু বক্কর মাঠে গরু বেধে দিয়ে ফেরার পথে তানজিলাকে পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে এলাকাবাসী পুকুর থেকে মৃত অবস্থায় তানজিলাকে উদ্ধার করে।
এবিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।