কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে নিজে করোনার টিকা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। রোববার সকালে (৭ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক এমএ মতিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি, অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উলিপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক সিভিল সার্জন ডাঃ লোকমান হাকিম প্রমূখ। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিকসহ সুধিজন উপস্থিত ছিলেন।
টিকা গ্রহন শেষে অধ্যাপক এমএ মতিন এমপি বলেন, জন-সচেতনতা সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নিজে কোভিড-১৯ এর টিকা নিলাম। আশা করছি, এলাকার সকল মানুষ ষড়যন্ত্র কারীদের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে কোভিড-১৯ এর টিকা নিবেন। এর মাধ্যমে আমরা উলিপুরসহ সারাদেশ থেকে করোনা মহামারী থেকে মুক্ত হতে পারবো ইন্শা আল্লাহ।উল্লেখ্য,এ উপজেলায় ২হাজার৫শত মানুষকে প্রাথমিক পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *