কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বুড়াবুড়ি ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু তালেব সরকার (অটো রিক্সা) ৫১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী প্রার্থী সহিদুর রহমান(লাঙ্গল) ৩১২৯ ভোট পেয়েছেন। মতিউর রহমান(ঘোড়া) ২৬৮৮ভোট, মোঃ আসাদুজ্জামান খন্দকার এরশাদ (নৌকা) ২৬৩০ ভোট, সাইদুল ইসলাম(মোটর সাইকেল) ৪০০ভোট, সুলতানা রাজিয়া(আনারস) ৫৭ভোট, ফেরদৌসি বেগম(চশমা) ১৯ ভোট পেয়েছেন।
অপরদিকে ধামশ্রেণী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য(মেম্বার) পদে মোঃ রনজু মিয়া ও ধরনীবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মোঃ ওবায়দুল হক বিজয়ী হয়েছেন।সোমবার(৩০ ডিসেম্বর) শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আহসান হাবীব।