মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। শুক্রবার সন্ধায় মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার যায়নি । এ খবরে ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়েছে।
জানা যায়, টাঙ্গাইলফেরত উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র শহিদুর রহমান (৪৫) গত ১২ এপ্রিল করোনা উপসর্গ জ্বর সর্দি কাশি ও গলাব্যথা নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর তিনি হোম কোয়ারেন্টিনে থাকেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় রবিবার (১৯ এপ্রিল) রাতে মারা যান তিনি। এরপর নিহত ব্যক্তির স্ত্রী ও সন্তানসহ তিনজনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। শহিদুর রহমান টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, জ্বর, সর্দি ও কাশি নিয়ে নিহত ব্যক্তি, তার স্ত্রী ও ১২ বছরের কন্যার নমুনার ফলাফল পেয়েছি। তাদের শরীরে কভিড-১৯ এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।