তৈয়বুর রহমান, কুড়িগ্রামঃ
মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় ক্ষুব্ধ চালক পুলিশের দুইজন এস.আইসহ কর্তব্যরত চার পুলিশকে লাঞ্ছিত করেছে। ঘটনাটি ঘটেছে, রোববার (২৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা সদরের গুনাইগাছ মোরে। আহতদের উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আজ সোমবার এ ঘটনায় অভিযুক্ত যুবক ফজলুল হকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দানের মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রামের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,উলিপুর-চিলমারী সড়কের গুনাইগাছ মোরে রবিবার বিকেলের দিকে উলিপুর থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে থাকেন। সন্ধ্যার পূর্ব মুহূর্তে এক যুবকের মোটরসাইকেলের গতি রোধ করে কাগজপত্র দেখতে চাইলে সে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ওই যুবক পার্শ্ববর্তী দোকানের একটি ঝাঁপের লাঠি খুলে নিয়ে পুলিশের উপর চড়াও হয়। তার এলোপাতারি লাঠির আঘাতে এস.আই মশিউর, এস.আই সালেম.কনস্টেবল রমজান ও আতোয়ার হোসেন আহত হন। এসময় ওই যুবককে তারা ঘটনাস্থলেই আটক করে থানায় নিয়ে আসেন। এরপর আহত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন । অভিযুক্ত যুবক ফজলুল হক (৩৬) উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার গ্রামের রুহুল আমিনের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় আজ সোমবার উলিপুর থানা পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদানসহ পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সাথে এ ব্যাপারে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকারি কাজে বাধা দানের অভিযোগে মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।