কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে সাজেদুল ইসলাম (২৫) নামে এক অপ্রকৃতিস্থ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বলদী পাড়া এলাকার বাঁশঝাড়ের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের লোকজন জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তবকপুর ইউনিয়নের বামনাছড়া সরকারপাড়া গ্রামের কায়সার আলীর পুত্র সাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিদিনের ন্যায় পরিবারের লোকজন বুধবার (০৫ মে)রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে কোনো এক সময় সবার অজান্তে বাড়ি থেকে সে বেড়িয়ে পড়ে। পরে সারারাত তাকে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাঁশঝাড়ে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে উলিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে ওসি ইমতিয়াজ কবির নিশ্চিত করেন।