কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় কুলুকজান বেগম(৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পশ্চিম নাওড়া গ্রামের চৌমুহনী টু রাণীগঞ্জ সড়কে।
জানা গেছে, বুধবার(২ নভেম্বর) সকালে ধামশ্রেণী ইউনিয়নের পশ্চিম নাওড়া নতুন গ্রামের আবুর উদ্দিনের স্ত্রী কুলুকজান বেগম রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি গরু বোঝাই পিকআপের ধাক্কায় গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপটি বিক্ষুব্ধ জনতা আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
এ ব্যাপারে ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গরু বোঝাই পিকআপটি আমার জিম্মায় আছে। আলোচনার মাধ্যমে বিষয়টি ফয়সালা(মিমাংসা) করা হবে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি।