স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গোসব উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উলিপুর উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুম বিল্লাহ ১১ অক্টোবর বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার জোদ্দারপাড়া ইচ্ছাময়ী কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করে পুজা উদযাপন পরিষদ ও মন্ডপ কমিটির সভাপতি,সম্পাদক,সদস্য ও সুধীমহলের সাথে মত বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোঃ আব্দুল লতিফ,উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উৎপল রায় প্রমুখ। দায়িত্বপূর্ণ এলাকায় পুজা চলাকালীন সময়ে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর লক্ষ্যে অন্যান্য বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও
পুজামন্ডপসমুহে সার্বক্ষনিক নিরাপত্তা প্রদানসহ বিশেষ নজরদারীতে আছে বলে ক্যাপ্টেন মাসুম বিল্লাহ সবাইকে আশ্বস্ত করেন ।
এ ছাড়াও সারম্বরপুর্ন পরিবেশে নির্বিঘ্নে পুজা উদযাপনে হিন্দু-মুসলিম নির্বিশেষে এলাকার সচেতন মহলের সহযোগীতা কামনা করেন। পরিশেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বী সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *