তৈয়বুর রহমান কুড়িগ্রামঃ
উলিপুুর উপজেলা আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের নির্ধারিত তারিখ নিয়ে নেতা কর্মীদের মাঝে কাটছেনা সংশয়।
এবারে প্রথম ২২ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়। সে অনুযায়ী সম্মেলন সফল করার কার্যক্রম চলে । এরপর জানানো হয় নির্ধারিত দিনে কেন্দ্রীয় নেতাদের অপারগতার কারণে ২৪ অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হবে। তারপর দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র আগামী ২৬ অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান।
আজ বুধবার (১৯ অক্টোবর) দুপুরে দলের বিভিন্ন নেতাকর্মীর ফেসবুকে আগামী ২৯ অক্টোবর বহুল আলোচিত এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দেখা যাচ্ছে। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ঢাকা যাচ্ছেন তিনি ঢাকায় পৌঁছার পর নেতাদের সাথে আলোচনা করে তারিখ নির্ধারণ হবে।
সম্মেলন অনুষ্ঠানের তারিখ বিভ্রাটের ব্যাপারে সর্বশেষ আজ বিকেল ৫ টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি আগামী ২৩ অক্টোবর সম্মেলন অনুষ্ঠি হবে বলে নিশ্চিত করেন। তিনি বলেন এ ব্যাপারে পোস্টার এবং চিঠিপত্র সব রেডি করা হয়েছে। আগামী কাল পোস্টারে ছেয়ে যাবে শহর।
তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না সম্মেলন কবে অনুষ্ঠিত হবে।