কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামর উলিপুর কাভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী ব্যক্তি ও দরিদ্র পরিবারর মধ্য জরুরি সহায়তা প্রদান করা হয়ছ। রাববার (২০ ডিসম্বর) দুপুর উলিপুর পরসভা কার্যালয় হ্যান্ডিক্যাপ ইটারন্যাশনাল হিউমিনিটি এ্যান্ড ইনক্লুশন এর পক্ষ থক নগদ অর্থ, কাপড় ধায়ার গুড়া সাবান, বারামাসি ফল ও সবজি চারাগাচ, সবজি বীজ ও ১০টি কর কাপড়র মা¯ ১শ ৫জনর মাঝ বিতরন করা হয়। এছাড়া উপজলার বুড়াবুড়ি ও ধামশ্রনী ইউনিয়ন ২শ ১৮ জনর মাঝ এ সামগ্রি বিতরন করা হয়।
এ সময় উপ¯িত ছিলন, উলিপুর পরসভার কাউন্সিলর আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকশলী শাহিনুর ইসলাম, হ্যান্ডিক্যাপ ইটারন্যাশনাল হিউমিনিটি এ্যান্ড ইনক্লুশনর কা-অর্ডিনটর গালাম মাস্তফা, লাইভলিহুড অফিসার আতাউর রহমান, সাইকা সাশাল অফিসার সালমা খাতুন, স্টার কিপার আঃ মতিন প্রমুখ।