স্টাফরিপোর্টার
উলিপুর পূর্ব বিরোধের জেরে মারামারিঃ গুরুত্বর আহত এক
উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ ক্বারীপাড়া পূর্ব বিরোধীতার জের ধরে গতো শুক্রবার দুপুরে উক্ত গ্রামের মহসিন আলীর সাথে সুরুজ্জামানের মারামারি হয়। এ মারামারিতে মৃত্যু জহির উদ্দিনের পুত্র মহসিন আলী গুরুত্বর আহত অবস্থায় উলিপুর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি হয়ে উলিপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগে উল্লেখ্য করা হয়, অানিছুর (১৮) পিতা সুরুজ্জামান, সুরুজ্জামান (৪৫) নুরুজ্জামান (৫০), রহমত অালী (৫৫) সর্ব পিতা আঃ রহিম, আর্জিনা বেগম (৪০), নুরিমা (৪৫), মাহফুজার রহমানের পুত্র মশিউর রহমান (২৫) পূর্ব বিভিন্ন বিষয়ে বনিবনা নিয়ে বিরোধ থাকায় ঘটনার দিন দুপুর অানুমানিক ১২ ঘটিকার সময় মহসিন অালীর পুত্র আজিম বিন মাহমুদ (১৬) আবু সহিদ মিয়ার দোকানের সামনে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুরুজ্জামানের পুত্র আনিছুর তার গতিরোধ করে এবং সম্মিলিতভাবে সবাই তাদের হাতে থাকা লাঠি, সাইকেলের চেইন, লোহার রডসহ দেশী অস্ত্রসহ আক্রমণ করে। আজিম বিন মাহমুদ আক্রমণের খবর পেয়ে তার পিতা মহসিন অালী ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মারপিট শুরু করে সুরুজ্জামান ও তার পরিবার। এতে সুরুজ্জামানের পুত্র আনিছুর (১৮) তার হাতে থাকা সাইকেলের চেইন দিয়ে মহসিন অালীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে যান। এসময় প্রাপ্প সহ কয়েকজন প্রতক্ষ্যদর্শী এগিয়ে এসে মহসিন অালী ও তার পুত্র আজিম বিন মাহমুদকে উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে যান। সেখানে অাজিম বিন মাহমুদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও মহসিন অালীর মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে।
এব্যাপারে তবকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমানের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।