রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উৎসবমুখর পরিবেশে সোমবার(৩ ফেব্রুয়ারি) দিনব্যাপি সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। গত রোববার মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে। চলছে পরদিন রাত অবধি। সনাতন ধর্মীয় রীতিতে প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। সকালে শুরু হয় বাণী অর্চনা। পুরোহিতের মন্ত্রে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’-এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে পূজার আচার পালন ভক্তরা। সংকল্প করে ভক্তরা দেন পুষ্পাঞ্জলি। তাদের বিশ্বাস দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। এ উপলক্ষে এদিন সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে প্রতিবছরের মতো এবারও বড় পরিসরে পূজা মন্ডপে বিদ্যারদেবী সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক, অভিভাবক, ভক্ত সাধারণ উপস্থিত ছিলেন। মূল পূজা দুপুরে অনুষ্ঠিত হয়। উক্ত পূজা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
অধ্যাপক বিশ্বনাথ রায়, সফিকুল আলম ও শাহ আলম, সংগীত বিদ্যালয়ের সম্পদক অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, প্রধান শিক্ষক বিজয় কুমার, প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্মণ, জামাযাত নেতা মোকাররম হোসেন, সানরাইজ কে.জি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, নাট্যকার জালালউদ্দিন জিল্লু প্রমুখ উপস্থিত ছিলেন। পূজা অনুষ্ঠানে পৌরোহিত্য করেন
অর্পণ চক্রবর্তী। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগীত বিদ্যালয়ের সহ-সম্পাদক অধ্যাপক প্রশান্ত কুমার বসাক। পরে অতিথিসহ সকলকে প্রসাদ পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়। এছাড়াও পৌর শহরের হাটখোলা দুর্গা মন্দির, বসাকপাড়া, সাহাপাড়া, গোবিন্দ মন্দির, কলেজ পাড়া, জুগিপাড়া, গন্ডাবাড়ি বাচোর, গুয়াগাঁও সহ বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজার অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসভা, কবিগান(পালাগান) সাংস্কৃতিক অনুষ্ঠান,সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা। রাণীশংকৈল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক বলেন,
সরস্বতী পূজা গতবারের চেয়ে এবারে বৃদ্ধি পেয়েছে জাঁকজমক ভাবে পূজা হচ্ছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।