তৌহিদ উজ্জামান
একুশ আমার রক্তেরাঙা উদিত সূর্য…
প্রতিবাদী স্লোগানে মুখরিত পিচঢালা রাজপথ
স্টেনগানের গর্জন রক্তে রঞ্জিত ভাষা আন্দোলন
একুশ আমার বিদ্রহের আগুনে স্বাধীনতার হুঙ্কার।
একুশ আমার প্রানের উচ্ছসিত ফাল্গুন…
হলুদের মহা আয়েজন প্লেকার্ড হাতে মিছিল
একুশ আমার মায়ের প্রিয় ছেলে হারানোর বেদনা
রাজপথে ছড়ানো বিপ্লবী আগুনের দাবানল।
একুশ আমার কৃষকের মিষ্টি হাসি…
মসজিদ মিনারে মুয়াজ্জিনের সুমধুর আযান
একুশ আমার বহমান পদ্মা মেঘনা যমুনা,মাঝির গান
মুখরিত ভ্রমরের গুঞ্জন বসন্ত কোকিলের কুহুতান।
একুশ আমার পাখির কুজন…
কৃষাণ কৃষাণী লাঙল কাঁধে ছোটে দুর মাঠ
একুশ আমার প্রানের উচ্ছাস সবুজ ধানক্ষেত
হাওয়ায় প্রেয়সীর ঢেউ খেলানো কালো কেশ।
একুশ আমার কাক ডাকা ভোর…
ঊনসত্তর একাত্তরের সাড়া জাগানো প্রহর
একুশ আমার শিমুল পলাশ সম্ভবনার সূর্যমুখী
কলমীলতা জুঁই চামেলি গোলাপের বাগান।
একুশ আমার উগ্র জাতীয়তাবাদ…
কোটি জনতার হৃৎপিন্ডে চলমান তিব্র কম্পন
একুশ আমার রেসকোর্স ময়দান দেশপ্রেমের গান
অসাম্প্রদায়িক বাঙালী চেতনা স্বাধীনতার সংগ্রাম।

কবি,লেখক ও বিএমএফ টেলিভিশনের পরিচালক(ফাইন্যান্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *