প্রেস বিজ্ঞপ্তি

গত ২৮ আগষ্ট আনুমানিক বিকাল ০৪ ঘটিকার
সময় রাজারহাট থানাধীন উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি এলাকা থেকে নিখোঁজ হয়েছে। শ্রী মতি পার্বতী রানী দাস (২৯) ও অক্ষয় দাস (০৭) নামে মা
ও সন্তান সহ নিখোঁজ হয়েছে। তার জন্মস্থান গ্রামঃ নামদাসপাড়া থানাঃ রৌমারী জেলাঃ কুড়িগ্রাম। শ্রী বিরেন্দ্র নাথ দাসের মেয়ে। শ্রী পার্বতী রানী দাসের পরনে ছিলো শাড়ি ও সন্তানের পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি মা ও ছেলের গায়ের রং শ্যামলা। যদি কোন স্বহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

যোগাযোগ নাম্বারঃ-০১৭৪৮২১৭৯৩২/০১৭২২৬১৪৬২৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন