কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে এ্যাডভোকেট শেখ জাহাঙ্গির আলমের বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে।
এই নিয়ে গত কয়েকদিনে উপজেলায় ৪টি চুরির ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক বাড়ছে।
জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা এলাকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট শেখ জাহাঙ্গির আলমের গ্রামের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে । বাড়ি ফাকা থাকায় কে বা কাহারা ঘরের তালা ভেঙ্গে স্বর্ণঅলংকার, টিভি, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ্যাডভোকেট শেখ জাহাঙ্গির আলমের ছোট ভাই মোস্তাফিজার রহমান জানান, স্বর্ণ, টাকা ও মালামালসহ প্রায় ১৩লক্ষ টাকা খোয়া গেছে। এ্যাডভোকেট শেখ জাহাঙ্গির আলমের মা অসুস্থ থাকায় বাড়ির সকলে কয়েকদিন থেকে ঢাকায় অবস্থান করায় চোররা সুযোগ নিয়েছে বলে এলাকাবাসী জানান।
এবিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমাদের টিম গেছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
এ ছাড়াও গত কয়েকদিনে সবুজপাড়া, কুষ্টারী ও ব্যাপারীর বাজার এলাকায় তিনটি দুর্ধষ চুরির ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক বাড়ছে।