এস.বি-সুজন,লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে ১৭এপ্রিল (রবিবার) বিকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ এর সভাপতিত্বে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতিক,জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ রফিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার,মুজিব নগর সরকার।
বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য গৌরবগাঁথা ও গুরুত্বপূর্ণ ঘটনা।এই মুজিব সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জনগণ কর্তৃক নির্বাচিত সংসদের নেতৃত্বে একটি সাংবিধানিক সরকার বিশ্ব সভায় আত্মপ্রকাশ করে। নতুন প্রজন্মরা যেন সঠিক ইতিহাস জেনে তা ধারন ও লালন করবে।

অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।পরে,শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ইফতার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *