রাণীশংকৈল(ঠাকুরঁগাও) প্রতিনিধিঃ- এক সময় মানুষের বাড়ী বাড়ী সামান্য কিছু চাউল চেয়ে বেড়ানো অসহায় ৭জন ভিক্ষুক আর ভিক্ষে করবে না। হ্যাঁ এমনিই সিদ্বান্ত নিয়েছে ঠাকুরগাওঁয়ের রাণীশংকৈল উপজেলার ৭জন ভিক্ষুক। আর তাদের এ সিদ্বান্তকে স্বাগত জানিয়ে তাদের পাশে দাড়ালো উপজেলা সমাজ সেবা অধিদপ্তর।

এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলার ৭টি ইউনিয়নে ৬জন ভিক্ষুককে মুদির দোকান ও ১জনকে ৫টি ছাগল দিয়ে পূর্ণবাসন কর্মসুচির আনুষ্ঠানিক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.একে এম কামরুজ্জামান সেলিম উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কুতুবুর আলম উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সোহাগ চন্দ্র সাহা উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলামসহ ৭টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

এ ৭জন ভিক্ষুককে সমাজ সেবার ভিক্ষুক পূর্ণবাসন কর্মসুচির আওতায় সমাজ সেবা অধিদপ্তর ও ঠাকুরগাঁও জেলার সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীর ১দিনের বেতন দিয়ে সরকারী জায়গায় মুদির দোকান ধরিয়ে এবং ছাগল দিয়ে ভিক্ষাবৃত্তি থেকে তাদের বিদায় নেওয়ালেন সমাজ সেবা অধিদপ্তর।

মুদির দোকান ধরে ভিক্ষা বৃত্তি থেকে বিদায় নেওয়া ভিক্ষুকরা হলেন, নন্দুয়ার ইউপির রামপুর বাজারে তোফাজ্জল হোসেন (৫৫) হোসেনগাঁও ইউপির রাউতনগর বাজারে কালুয়ানি বালা (৬৫) লেহেম্বা ইউপির গোগর চৌরাস্তা দাখিলা বেগম (৬০) কাশিপুর ইউপি টাঙ্গাগজ বাজারে দিলু মোহাম্মদ(৭০) রাতোর ইউপির রাতোর বাজারে তোফাজ্জল হোসেন (৫০) ধর্মগড় ইউপির জেলেখা(৬৫)ভরনিয়া মন্ডল পাড়ায়। অপরদিকে নেকমরদ ইউপির এলাজউদ্দীন (৭০) কে ৫টি ছাগল দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন