কক্সবাজার সংবাদদাতাঃ
কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইকং এলাকায় নিয়মিত মাদক ব্যবসায়ীরা ইয়াবা টেবলেট ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ গত ১৭ মে মেজর রুহুর আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ হাজার পিছ ইয়াবা টেবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন ঐ এলাকার মৃত সৈয়দ গোলালের পুত্র শামসুর রহমান(৩৮) ও মোহাম্মদ আলীর পুত্র সৈয়দ আব্দুল্লাহ (২০),আটককৃত মাদকের মুল্য প্রায় ৫০ লক্ষ টাকা। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০১৯৯০ (সংশোধনী/২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মোতাবেক কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য র্যাব-৭ গত ১ জানুয়ারী ২০১৭ থেকে এ যাবৎ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সফলতার সঙ্গে ৪৩৩ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ ৫২ টি ম্যাগাজিন, এবং ৫৭০৩ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি,কার্তুজ উদ্ধারের পাশাপাশি ৮৩ লক্ষ ১৩ হাজার ৮২৫ পিছ ইয়াবা টেবলেট,৪৬ হাজার ২৬৩ বোতল ফেন্সীডিল,৩৪৪৪ বোতল বিদেশী মদ ও বিয়ার,৬ লক্ষ ৪৪১ লিটার দেশীয় মদ ,৯৩৩ কেজি ৭৫ গ্রাম গাজা,৩৬০ গ্রাম হেরোইন এবং ৭ কেজি ৪২৫ গ্রাম আফিম উদ্ধার করেছেন বলে র্যাব-৭ প্রেস বিজ্ঞপ্তিতে জানান।