বিশেষ প্রতিবেদনঃ
কচাকাটার গাবতলা বাজারে জাতীয় পার্টির তরুন নেতা আতিকুল ইসলাম রাজার হত্যার প্রকৃত খনিদের আড়াল করার চেষ্ঠার প্রতিবাদে ভুরুঙ্গামারী,নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে গতকাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান,উত্তর ধরলার উন্নয়নের রুপকার কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। নাগেশ্বরী পৌরসভার মেয়র ও নাগেশ্বরী জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান মিঞার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আ,প,ম আনিছুর রহমান আনিছ,ভুরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ,সদস্য সচিব ওয়াহেদুজ্জামান সরকার । রাজা হত্যার প্রকৃত খুনিদের আড়াল করে পুলিশের রহস্যজনক চার্জশীট অবিলম্বে বাদ দিয়ে পুর্ন তদন্ত করে প্রকৃত খুনিদের গ্রেফতার করা দাবী জানিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন,বল্লভেরখাস ইউনিয়নের জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট শামসুল আলম, বাদশাহ আলম,কচাকাটা প্রেস ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান,বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল সরকার,কেদার ইউপি চেয়ারম্যান আ,খ,ম ওয়াজিদুল কবির রাশেদ,নাগেশ্বরী যুব সংহতির সভাপতি মানিক,ভুরুঙ্গামারী যুবসংহতির সভাপতি শাহিন ব্যাপারী,নাগেশ্বরী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের উন্নয়নকে ব্যাহত করতেই বিএনপির সন্ত্রাসীরা আতিকুর রহমান রাজাকে হত্যা করেছে। আর পুলিশ প্রশাসন রহস্যজনক কারনে প্রকৃত খুনিদের আড়াল করতে শীর্ষ আসামীদের বাদ দিয়ে চার্জশীট দাখিল করেছে । মনগড়া এই চার্জশীট অবিলম্বে বাতিল করে রাজা হত্যার প্রকৃত খুনিদের গ্রেফতার না করলে আবারও কঠিন কর্মসুচি প্রদান করা হবে এবং রাজা হত্যাকারী এবং প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলাকার জনসাধারন যা করার তাই করবে।