কচাকাটা সংবাদদাতাঃ
কচাকাটায় বাশের সাকো দিয়ে খাল পাড় হতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।জানাগেছে গত মঙ্গলবার(৪ আগষ্ট) সন্ধ্যা ৭ টার সময় কচাকাটা থানার নারায়নপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ি আদর্শ গ্রামের আজিজুল হকের কন্যা আনিকা বাড়ির পাশের একটি খালে বাশের সাকো দিয়ে পাড় হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়।পরে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর ঐ খালে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে।পরে কচাকাটা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করে।কচাকাটা থানার ওসি মামুন অর রশিদ জানান পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে,(যার নং ১৫,তারিখ ৫.৮.২০২০)। লাশ দাফনে কর্তৃপক্ষকে অবহিত করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।