কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বচনে ১ নং ওয়ার্ডে সদস্য পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ৩ জন প্রার্থী। কাকতালিয় ভাবে ৩জন প্রার্থীর নাম শহিদুল ইসলাম। তিন প্রার্থীর নামের মিলে কোন প্রার্থীর কি প্রতীক এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন ভোটাররা। জটিলতা এড়াতে ভিন্নভাবে প্রার্থীর প্রচার-প্রচারনা চালাচ্ছেন কর্মী-সমর্থকরা। বিষয়টি বিস্তর আলোচনার জন্ম দিয়েছে এলাকায়।

আগামী ২৮ নভেম্বর উপজেলার ১৩ ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এতে বল্লভেরখাস ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন চরবলরামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম (তালা), মৃত জহর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (টিউবওয়েল) ও দুধকুমারের পুর্ব পাড়ের গ্রাম ধারিয়ারপাড় চর বলরামপুরের দেলবর হোসেনের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী শহিদুল ইসলাম (ফুটবল)। প্রতিদ্বন্ধী ৩ জন প্রার্থীর একই নাম হওয়ায় বিভ্রান্তিতে পড়েছেন কর্মী-সমর্থক ও ভোটাররা। নামের মিলে কোন প্রার্থীর কি প্রতীক এটি প্রায়ই গুলিয়ে ফেলছেন তারা। এক্ষেত্রে প্রথমাবস্তায় কর্মী সমর্থকরা প্রার্থীর বাবার পরিচয়ে ভোট চাইলেও পরবর্তীতে কৌশল পাল্টান। এখন তারাই তাদের পছন্দের প্রার্থীদের কর্মের উপর ও স্থানীয়ভাবে দেয়া পদ-পদবী যোগ করে ভোটারদের পরিচয় দিয়ে ভোট চাচ্ছেন। এখন ৩ জন শহিদুলের একজন ডাক্তার, তার প্রতীক তালা। অন্যজন ভাটিয়া, তার প্রতীক টিউবওয়েল। অপরজন ব্যাপারী, তার প্রতীক ফুটবল। পদবী উল্লেখ করে ৩জন প্রার্থীরই প্রতীকের প্রচারনা চালাচ্ছেন কর্মী-সমর্থকরা। বিষয়টি বিস্তর আলোচনার জন্ম দিয়েছে এলাকায়। স্থানীয় রফিকুল ইসলাম, ডা. আব্দুল আউয়াল, আমজাদ হোসেন, কাশেম আলী, জহুরুল ইসলাম মৃধা, আয়নাল হোসেন, আব্দুল মজিদসহ অনেকেই জানান, প্রার্থী ৩ জন শহিদুলের নামের মিলে বিড়ম্বনায় পড়েছেন তারা। মাঝে মাঝেই গুলিয়ে যায় কোন প্রার্থীর কি প্রতীক। তাই এখন প্রতীক ভালোভাবে মনে রাখাতেই ভরসা। সেই চেষ্টা চালাচ্ছেন তারা।

প্রাথী তিন শহিদুলই জানান নামের মিল থাকায় প্রচার প্রচারণায় প্রথম দিকে একটু সমস্যা থাকলেও এখন প্রতীক থাকায় সে সমস্যা কেটে গেছে। তবে এ ওয়ার্ডে যিনিই জয় লাভ করুক না কেন সেই শহিদুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *