কুড়িগ্রাম প্রতিনিধি:
নাগেশ্বরীর বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আকমল হোসেনের নির্দেশে তার অনুসারী ৪জন নজরুল ইসলাম নামের এক গাছ ব্যবসায়ীকে মারপিরসহ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগের তথ্য পাওয়া গেছে। বর্তমানে নজরুল ইসলাম ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও থানায় মামলা নেয়নি পুলিশ।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের ধারিয়ারপাড় (ভিতরবন্দ) গ্রামের মৃত ছফর উদ্দিনের পুত্র গাছ ব্যবসায়ী নজরুল ইসলাম গত ২০ এপ্রিল ২০২১ খ্রিঃ সকাল ১০ টায় সিঙ্গীমারী গ্রামের ইউসুফ আলীর পুত্র মোহাম্মদ আলীর বাড়িতে ক্রয়কৃত গাছ কাটতে শুরু করেন। এমতাবস্থায় মোটরসাইকেল যোগে বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আকমল হোসেনের বাহিনী খোকন মিয়া, এনামুল হক, আব্দুর রাজ্জাক, আক্কাছ আলী গাছ বিক্রি করার কথা বলে নজরুল ইসলামকে মোটরসাইকেলে তুলে নেয় এবং সিএন্ডবি রাস্তায় মোটরসাইকেল চলা অবস্থায় তারা নজরুলকে বলে তুমি চেয়ারম্যান আকমলকে গালিগালাজ করেছিস এ বলে বেদম মারপিট করে ও তার পকেটে থাকা ২ লাখ ৭শত টাকা ছিনিয়ে নেয়। নজরুলের আর্ত চিৎকারে গাড়ি চলা অবস্থায় গাবতলা বাজার নামক স্থানে স্থানীয় দোকানদাররা গাড়ি আটকানোর চেষ্টা করলে নজরুলকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গাড়ি চালকরা চলে যায়।
স্থানীয় মোহাম্মদ আলী, আহসান হাবীব ও শামসুল হক বলেন, বল্লভেরখাস ইউপি চেয়ারম্যান আকমল হোসেনের নির্দেশে তার অনুসারী ৪জন নজরুল ইসলাম নামের গাছ ব্যবসায়ীকে মারপিরসহ টাকা ছিনতাই করেছে। চেয়ারম্যানের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। ইতিপুর্বেও মাদারগঞ্জ বাজারের এক প্রতিবন্ধী লেপতোষক ব্যবসায়ী তার পাওনা টাকা চাইতে গেলে তাকে পিটিয়ে জখম করায় উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলার তদন্তকারী এস আই সাইফুল্লাহর নিকট জানতে চাইলে তিনি জানান,ঘটনা তদন্ত হয়েছে তবে এখনও মামলা রেকর্ড করা হয়নি।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, তদন্ত রিপোর্ট পেলপই আইনগত ব্যবস্থা নেয়া হবে।