স্টাফ রিপোর্টারঃ
কচাকাটা থানার চর মাদারগঞ্জ গ্রামে রাসেল মিয়া(২৫) নামে এক যুবক সোমবার (২০ জুলাই)
বিষ পানে আত্মহত্যা করে। রাসেল একই গ্রামের নুরুল ইসলামের পুত্র। এলাকাবাসীরা জানায় রাসেল মিয়া তার স্ত্রী,সন্তান ও পিতামাতাসহ ঢাকায় থেকে ভ্রাম্যমান সব্জির ব্যবসা করত। গত ৪/৫ আগে রাসেল ঢাকা থেকে গ্রামের বাড়িতে তার অসুস্থ চাচাকে দেখতে আসে। এদিকে সোমবার দুপুরে মোবাইলে তার পিতার সাথে পারিবারিক বিষয়ে কলহ হয়। এদিকে বিকেলে রাসেল স্থানীয় মাদারগঞ্জ বাজারে গিয়ে রাত ১০ টার সময় বাড়ি ফেরার পথে বকুলতলা স্লুইসগেট পাড় হয়ে ভাঙ্গা কাঠের সেতুর কাছে যাওয়ার পর খালে পড়ে যায়। পথচারী ও নৌকার মাঝিরা এসে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দেয়। চিকিৎসক আসার পুর্বেই রাসেল মৃত্যু বরণ করে। হয়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বিষ পানে আত্মহত্যা করেছে বলে জানায়। প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল ড্রাইভার জানায় মৃত রাসেলের মুখে তীব্র বিষাক্ত কীটনাশকের গন্ধ পাওয়া গেছে। ধারনা করা হয় করোনা কালে ঢাকায় সব্জি ব্যবসার মন্দাভাব,পারিবারিক কলহ এবং পিতার সাথে অভিমান করেই আত্মহত্যা করেছে।
বল্লভেরখাস ইউনিয়নের চেয়ারম্যান আকমল হোসেন জানান, হয়ত মাদারগঞ্জ বাজার থেকে কীটনাশক কিনে সকলের অজান্তে পান করে বাড়ি ফেরার পথে ভাঙ্গা কাঠের সেতুর খালের কাছে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ে।কচাকাটা থানার ওসি মামুন-অর-রশীদ জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরন করা হবে।