কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটার মাদারগঞ্জে পাওনা টাকা চাওয়াতে এক প্রতিবন্ধি যুবককে মারপিট করেছে চেয়ারম্যান। এ ব্যাপারে কচাকাটা থানায় অভিযোগ দিয়েছে ওই প্রতিবন্ধি যুবক।
বুধবার দুপুরে উপজেলার মাদারগঞ্জ বাজারে এই মারপিটের ঘটনাটি ঘটে। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমেদপুর এলাকার ঢেবঢেবির নামা চর গ্রামের জসমত আলীর শাররীক প্রতিবন্ধি সন্তান ইছাহাক আলী (৩০) মাদারগঞ্জ বাজারে লেপতোষক ব্যাবসা করে আসছিলো। এর সুবাদে ওই যুকের কাছ থেকে বল্লভের খাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন ১০হাজার টাকা বাকিতে লেপতোষক ক্রয় করেন। বহুদিন ঘোরানোর পর ৬হাজার ৫শ টাকা পরিশোধ করেন চেয়ারম্যান। বাকি টাকা কয়েক দফা তারিখ দিয়েও পরিশোধ করেননি তিনি। বুধবার দুপুরে চেয়াম্যানের মাদারগঞ্জ বাজারস্থ অফিসে টাকা চাইতে গেলে চেয়ারম্যান আকমল হোসেন ক্ষিপ্ত হয়ে ওই যুবককে পারপিট করতে থাকে। এক পর্যায় তার গলাচিপে ধরে মাটিতে ফেলে লাথি মারতে থাকলে পাশের দোকানে থাকা লোকজন এসে ওই যুবককে উদ্ধার করে। পরে ওই যুবক থানায় অভিযোগ দেন। কচাকাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম সরকার মারপিটের ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি জানান, পাশের দোকানে তার নিজেস্ব কাজে ব্যস্ত থাকার সময় হট্্েরাগোল দেখতে পাই, ভিড়েরের মধ্যে চেয়ারম্যানকে ওই প্রতিবন্ধি যুবককে মারপিট করতে দেখি এবং আমি হতভম্ব হয়ে যাই পরে লোকজন এসে চেয়ারম্যানকে থামায়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক খলিল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চেয়াম্যান আকমল হোসেন বলেন, মারপিট করা হয়নি রাগারাগি করেছি শুধু। তার পরিবারের লোকজন নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়ারম্যান নানা কৌশল প্রয়োগ করছেন বলে অভিযোগ ভুক্তভোগী ইছাহাক আলীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *