নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় আশিক হাসান গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টে ফাইনালে উঠা কচাকাটা একাদশ ও বলস্নভের খাষ শেখ বুলেট একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময় দুই দল ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে শেষ করতে হয় খেলা। টাইব্রেকারে কচাকাটা একাদশ ১ গোলে জয় লাভ করে। পরে জয়ীদের হাতে পুরম্নস্কার তুলে দেন প্রধান অথিতি সাবেক সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। করোনা পরবর্তি সময়ে প্রায় ৩০ হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে এ খেলা উপভোগ করেন। এ টুর্নামেন্টের আয়োজন করেন কচাকাটা থানা বন্ধু পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *