কচাকাটা, কুড়িগ্রাম সংবাদদাতা ॥
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার কলেজ কেবিনেট সদস্যদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত ৭ ফেব্র“য়ারি মঙ্গলবার ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কচাকাটা কলেজ হল রুমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প আয়োজনে কচাকাটা কলেজ কেবিনেট, বাস্তবায়নে আরডিআরএস বাংলাদেশ, আর্থিক ও কারিগরিক সহযোগিতায় সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কলেজ কেবিনেট সদস্যের জীবন দক্ষতার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কচাকাটা কলেজের মোঃ আজাদ আলী, শরীরচর্চা শিক্ষক আব্দুল হাকিম মিয়া, প্রভাষক জয়নব আক্তার, আরডিআরএস কেদার ইউনিয়ন ফেসিলেটর বিদ্যুৎ কুমার রায়,বল্লভেরখাস ইউনিয়ন ফেসিলেটর শ্রী বিবেকানন্দ বিশ্বাস, কচাকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,।
প্রশিক্ষণে কচাকাটা ডিগ্রী কলেজের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।