কচাকাটা প্রতিনিধিঃ
কচাকাটা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযানে বসতবাড়িতে ৮কেজি ৩০০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছসহ এক যুবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মুর্তজার নির্দেশনায় পুলিশের চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারী রাত ৯.৩০ ঘটিকার সময় জালির চর নামক গ্রামে দেলোয়ার হোসেনের পুত্র মোঃ রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালায় । এসময় বসত বাড়িতে রোপনকৃত কেজি ৩০০ গ্রাম ওজনের একটি গাঁজার গাছসহ বাড়ির মালিক রুবেলকে গ্রেপ্তার করে।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ গ্রেপ্তারের বিষয়টি নিম্চিত করে জানান গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে পুলিশবাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সারনীর৩৬(১)এর ১৮ রুজু করে বৃহস্পতিবার কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।