স্টাফ রিপোর্টারঃ
কচাকাটা থানা জাতীয় পার্টির আয়োজনে থানার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই বিকাল ৫ ঘটিকায় কেদার মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির আহবায়ক,কুড়িগ্রাম-আসনের সাবেক সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুর রহমান মিঞা,ভুরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান সরকার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য সচিব আমজাদ হোসেন মাষ্টার,সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আকতার,ভুরুঙ্গামারী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও জাতীয় যুব সংহতির সভাপতি শরিফুল ইসলাম প্রবাল প্রমুখ। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ আজিজার রহমান।
কর্মী সমাবেশে কচাকাটা থানার বলদিয়া,কচাকাটা,কেদার,বল্লভেরখাস ইউনিয়নের জাতীয় পার্টির নির্বাচিত চেয়ারম্যান(৩জন)সহ জাতীয় পার্টির সভাপতি/সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশে প্রায় ৬/৭শত নেতাকর্মীর সমাবেশ ঘটে।