নূর-ই-আলম সিদ্দিক,কচাকাটা(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
জেলার প্রস্তাবিত কচাকাটা উপজেলায় বলদিয়া ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে পাচঁ জুয়াড়ু–কে আটক করা হয়েছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ৩০ মিনিটে বলদিয়া ইউনিয়নের ছনবান্দ খলিসাকুড়ি গ্রাম থেকে একজন এবং রাত ১১টা ১৫ মিনিটে রাঙ্গালেরকুটি স্বপন মোড়ে স্বপনের দোকান থেকে জুয়া খেলারত অবস্থায় চারজন সহ মোট পাঁচ জুয়াড়িকে আটক করে কচাকাটা থানা পুলিশ। আটককৃত জুয়ারুরা হলো- ১. মোঃ রফিকুল ইসলাম রফিক (২৮) পিতা- মোঃ হবিবুল্লা, গ্রাম- ছনবান্দা খলিশাকুড়ি, ২.আহাম্মদ আলী (৫০) পিতা- মৃত রমজান আলী, গ্রাম- দক্ষিণ বলদিয়া রাঙ্গালের কুটি, ৩. শাহদত হোসেন (৩৯) পিতা- কোবাদ আলী,গ্রাম-দক্ষিণ বলদিয়া রাঙ্গালের কুটি, ৪. আবু সাঈদ (৪২) পিতা- মৃত নওশের আলী,গ্রাম- দক্ষিণ বলদিয়া রাঙ্গালের কুটি, ৫. নজরুল ইসলাম (৪২) পিতা-মৃত আয়নাল হক,গ্রাম-দক্ষিণ বলদিয়া রাঙ্গালের কুটি, সর্ব থানা- কচাকাটা,কুড়িগ্রাম। আটককৃত জুয়াড়–দের বিরুদ্ধে নিয়োমিত মামলা শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর-রশীদ।