কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে। মৃত আরাফাত হোসেন (৮) নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস
ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে। পরিবারের লোকজন ও এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে আরাফাত সমবয়সী কয়েকজন ছেলের সাথে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে নামে। সাতার না জানায় সে কিনারেই ছিল। এক পর্যায়ে পা পিছলে সে বেশি
পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ তাকে উঠতে না দেখে অন্যরা চিৎকার করে লোকজন ডাকে। পরে এলাকাবাসী খোজাখুজি করে মৃত অবস্থায় সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভুরুঙ্গামারী হাসপাতালে নেয়ার পথে মারা যায়।কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।