স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে কচাকাটা থানা পুলিশ দীর্ঘদিন থেকে পলাতক আসামী ওয়ারেন্ট মুলে মঙ্গলবার কচাকাটা বাজার এলাকা থেকে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ডাকাতের নাম মোঃ রেজাউল করিম রানা(৩২)।সে কচাকাটা থানার বটতলা মন্ডলটারী গ্রামের মৃত আজাদ মন্ডলে ছেলে।সে দীর্ঘদিন থেকে পলাতক থাকা অবস্থায় আজ কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার নেতৃত্বে এসআই তাজুল,এএসআই আলতাফ,এএসআই প্রান কৃষ্ণেরসহ চৌকস পুলিশ টীম তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ডাকাত রেজাউল করিম রানার বিরুদ্ধে টাঙ্গাইল মির্জাপুর থানায় ডাকাতি ও দস্যুবৃত্তিসহ নিম্ন বর্ণিত মামলা ১৯/২৯০ ধারা ৩৯৯/৪০২ ও একই থানার মামলা নং ১৮/১৮ ধারা ৩৭৯/৩৮৫/৩৮৬/১০৯ এবং মামলা নং ২২/২৪৪ ধারা ৩৯২ মামলা নং ৩৪/২০২ ধারা ৩৭৯/৪১১/৪১৩/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ মামলা বিচারাধীন রয়েছে। কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।তিনি আরও জানান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানসহ পলাতক আসামীদের গ্রেপ্তার করনে নিয়মিত বিশেষ অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।