কচাকাটা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের  নির্দেশনায় কচাকাটা থানা পুলিশ ২ জুয়ারীকে গ্রেপ্তার করেছে। জানাগেছে থানার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া জনতা বাজার নামক স্থানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ২ জুয়ারীকে হাতে নাতে আটক করেছে। আটককৃতরা হলেন বলদিয়া ইউনিয়নের পরশুরামেরকুটি গ্রামের মৃত হারান আলীর পুত্র মোঃ আনছার আলী(৩০) ও দক্ষিন বলদিয়া(সাদু মোড়) গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র আব্দুল হাই ভুট্টু(৫১)। ওসি জাহেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন