কচাকাটা অফিস:
কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের কাচারীপাড়া নামক স্থানে সড়ক ও জনপদের রাস্তায় ভটভটির চাপায় এক অন্তসত্বা গৃহবধু নিহত হয়েছে। ঘাতক মালবাহী ভটভটির চালক ও হেলপারকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে কচাকাটা থানা পুলিশ।
নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় কেদার ইউপির শোভারকুটি গ্রামের মোঃ আব্দুল হাকিমের স্ত্রী নিহত গৃহবধু রওশনা বেগম (২০) স্বামী সহ কচাকাটা বাসস্ট্যান্ডহতে ইজিবাইক যোগে মাদারগঞ্জ পিতার বাড়ি যাওয়ার পথে বল্লভের খাষ ইউনিয়নের কাচারীপাড়া নামক স্থানে নেমে পড়ে। এসময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা মালবাহী ভটভটি তাকে চাপা দেয়। পরে ওই গৃহবুধুকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত গৃহবধু উপজেলার চর মাদারগঞ্জ গ্রামের দেলদার আলীর কন্যা ।
এদিকে চাপা দিয়ে ভটভটি নিয়ে চালক নেহাজুল হক (২৪) এবং হেলপার দুলাল মিয়া (২৫) পালানোর চেষ্টা করলে সিংগিমারী নামক স্থানে তাদেরকে আটক করে জনতা। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক দুইজনের বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ছিটপাইকের ছড়া গ্রামে।
রাতেই নিহতের মামা আব্দুল জলিল বাদী হয়ে মামলা দ্বায়ের করলে পরদিন (বুধবার) সকালে আটকদের জেলহাজতে প্রেরণ করে কচাকটা থানা পুলিশ।
কচাকাটা থানার এস আই অনিল কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানায় শ্যালো মেশিন চালিত নছিমন,করিমন ভটভটি অবৈধ হওয়া সত্বেও প্রশাসনের নাকের ডগায় চলাচল করে প্রতিনিয়ত দুর্ঘটনায় পথচারীরা হতাহত হলেও রহস্যজনক কারনে প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা। অনতি বিলম্বে অবৈধ নছিমন,করিমন,ভটভটি চলাচল বন্ধ করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *