স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে কচাকাটা থানা পুলিশ ৫(পাঁচ) বোতল রয়েল স্ট্যাগ বিদেশি মদ ১পিস ইয়াবা ও ৫গ্রাম গাঁজা উদ্ধার ও ১ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।কচাকাটা থানার অফিসার হিসেবে গোলাম মুর্তজার নির্দেশনায় নিয়মিত
মাদক বিরোধী অভিযানে এসআই আতিকের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মশিউর,কনস্টেবল আল আমীন আব্দুর রহিম সহ পুলিশটীম গোপন সংবাদের ভিত্তিতে পুর্বকেদার দারুসসুন্নত দাখিল মাদ্রাসা মোড় হতে ফকির মোড় গামী মোজাম্মেল হক চেয়ারম্যানের বাড়ীর পশ্চিম রাস্তা হতে মটর সাইকেলের হেন্ডেলের মধ্যে বাজার করা প্লাস্টিকের ব্যাগ হতে ৫ বোতল মদ, প্যান্টের পকেট হতে ১ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা,নগদ ১০২০টাকা উদ্ধার সহ মাদক ব্যবসায়ী সোহেল রানা(৩৫) কে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত সোহেল রানা ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মৃত দীন মোহাম্মদের পুত্র।গ্রেপ্তারকৃত সোহেল রানা জানায় সে পুর্বকেদার মৃত জুরান আলীর মাধ্যমে উক্ত মাদক দ্রব্য ক্রয় করে ব্যবসা করে আসছে। কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) সারনীর ২৪(ক).১০(ক).১৯(ক).৩৮.৪১ ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং ১,তারিখ ২.২.২০২৩ ইং।গ্রেপ্তাকৃত আসামীকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেপ্তারের অভিযান চলছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।