মনিরুল ইসলাম মিলন, কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটায় সরিষার বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। মৌসুম জুড়ে অনুকুল আবহাওয়া এবং সঠিক পরিচর্যায় কচাকাটায় সরিষার ফলন ভালো হয়েছে এমনটি দেখছেন কৃষিবিভাগ। বন্যার পরপরই পরিত্যাক্ত ও নিচু জমিতে চাষ করা বারী-১৪ সরিষার ফলন হয়েছে ব্যাপক। কেদার ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন জানান, মৌসুমের শুরুতেই উপজেলা কৃষি অফিস প্রণোদনা হিসেবে ৯৫ জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে উন্নত জাতের বারী-১৪ সরিষা বীজ, ডিএপি ২০ কেজি, পটাশ ১০ কেজি প্রদান করেন। যা শতভাগ চাষ হয়েছে। এছাড়াও নিজেদের উৎপাদিত দেশী বীজ বুনেছিলো অনেক কৃষক। বারী-১৪ জাতের সরিষা হেক্টর প্রতি ফলন ৪০ মণ এবং দেশী জাতের সরিষার ফলন হয়েছে ৩০ মণ হওয়ার আশক্ষা রয়েছে।
কেদার ইউনিয়নের সাতানা গ্রামের কৃষক আব্দুস সামাদ, খতিবর, নুর ইসলাম, রফিকুল ইসলাম এবং কচাকাটা ইউনিয়নের শৌলমারী গ্রামের মিজানুর রহমান (মির্জা মেম্বার), জাহাঙ্গীর আলম, ভোটেরহাল্ল্যা গ্রামের ছাত্তার মেম্বার, মেছের আলী, আব্দুল মজিদ, পাইকেরটারী গ্রামের আব্দুল মান্নান, বটতলা গ্রামের সাজিবর রহমান ও শাহিন জানান, প্রতি বছরের ন্যায় এবার সরিষার ভালো ফলন হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সামসুজ্জামান জানান, এই মৌসুমে নাগেশ্বরী উপজেলায় ২৩৮০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। আশা করা যায় ফলন ভালো হওয়ায় উপজেলার চাহিদায় ঘাটতি থাকবেনা।