নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ নাগেশ্বরীর কচাকাটায় আট জুয়াড়–কে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ০১ টায় থানার কুমোদপুর ঢেপঢেপি নামাচর গ্রাম থেকে এই আট জুয়াড়ীকে আটক করা হয়। আটককৃতরা হল-১.মোঃ রুহুল আমীন(৫৫)পিতা-মোঃ জমির উদ্দিন। ২. মোঃ আলী(২৮)পিতা-মৃত হযরত আলী। ৩. ইব্রাহীম আলী(৪০) পিতা-মহির উদ্দিন। ৪. মনির(৩৫) পিতা- মৃত আমির শেখ। ৫. রোকমান (৪২) পিতা-মোঃ আলা বকস। ৬. হাফিজুর রহমান (২৮) পিতা- ওমেদ আলী। ৭. মাহাবুর রহমান (২৮) পিতা- মৃত সোনা উল্লাহ। ৮.ময়নুল শেখ (৩০) পিতা- কোরবান আলী শেখ। সর্বসাং- কুমেদপুর ঢেপঢেপি নামাচর,থানা-কচাকাটা। থানা সূত্রে জানা গেছে- গোপন সংবাদের ভিত্তিতে থানার রাত্রীকালীন টহলরত পুলিশ তার সঙ্গিও ফোর্স নিয়ে ধৃত রুহুল আমীনের বাড়ি থেকে জুয়াড় আসর হতে জুয়ার সরাঞ্জামাদিসহ উপরোক্ত আসামীদেরকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে নিয়োমিত মামলা শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে নিশ্চিত করেছেন কচাকাটা থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ।