নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

নাগেশ্বরীর কচাকাটা থানা সাংগাঠনিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়পার্টি। শনিবার বিকালে কচাকাটা ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় আজিজার রহমানকে আহ্বায়ক ও শামছুল হককে সদস্য সচিব করে ১৩১ সদস্যের এই কমিটি ঘোষনা করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও জাতীয়পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান এ,কে,এম মোস্তাফিজুর রহমান। এ কমিটিরি স¤œয়ক হিসেবে আ.খ.ম ওয়াজিদুল কবির রাশেদের নাম ঘোষনা করা হয়।

উপজেলার কচাকাটা থানার ৫টি ইউনিয়নের স¤œয়ে গঠিত নেতৃবৃন্দের নিয়ে আয়োজিত বর্ধিত সভায় দীর্ঘ আলোচনা শেষে জাতীয় পার্টির এই কমিটি গঠন করা হয়। এসময় একই মঞ্চে কচাকাটা থানা ছাত্র সমাজের আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। ছাত্রসমাজের শাওনকে আহ্বায়ক ও লাভলুকে সদস্য সচিব ঘোষনা করা হয়।

বর্ধিত সভায় আজিজার রহমান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মেয়র আব্দুর রহমান মিয়া, সম্পাদক আ,প,ম আনিছুর রহমান,ভুরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার,কেদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক আ,খ,ম ওয়াজিদুল কবির রাশেদ, কচাকাটা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, কচাকাটা ইউপি চেয়াম্যান আব্দুল আউয়াল, বল্লভের খাস ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ।

কমিটি ঘোষনার আগে জাতীয় পার্টির সিনিয়র বাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টির সাংগাঠনিক কার্যক্রম শক্তিশালী করতে নাগেশ্বরী উপজেলা থেকে কচাকাটা থানাকে সাংগাঠনিক ভাবে আলাদা করা হয়েছে। যে কমিটি জেলার সাথে সরাসরি কাজ করবে এবং জাতীয় পার্টিকে শক্তিশালী করবে।

পরে কলেজ মাঠে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন