ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
নাগেশ্বরী উপজেলা পরিষদের পক্ষ থেকে কচাকাটা প্রেস ক্লাবের সাংবাদিকদের ব্যবহারের জন্য একটি কম্পিউটার প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান উপজেলা পরিষদ কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি এম,চঞ্চল খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের কাছে কম্পিউটারটি হস্তান্তর করেন। এ সময় নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি লিটন চৌধুরী ও এশিয়ান বাংলা নিউজ ডট কম”র সম্পাদক ও প্রকাশক মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন। কম্পিউটার হস্তান্তরের সময় উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সমাজের সকল অপরাধ ও দুর্নীতি বন্ধ করতে অগ্রণী ভুমিকা পালনে এগিয়ে আসার আহবান জানান।