কবিতাঃ
*জীবনের কাছে জীবনের বাজি*
কলমে-লুবনা জেরিন সীমা
জীবনকে বাজি রেখেছি জীবনের কাছে
তুরুপের তাসের মতো
অনেক ঘাত প্রতিঘাত সয়ে
নিস্তেজ হয়েছে এ আহত হৃদয়
এরপর থেকে নিজেকে তৈরী করেছি
কঠিনতর শীলায়
শপথ নিয়েছি জীবন থেকে জীবনের কাছে।
এ জীবনে এখনো অনেক কিছু
চাওয়া পাওয়ার বাকি আছে
জানিনা সেই সুখের ভুমিতে
পৌঁছুতে পারবো কিনা?
তবুও যেতে চাই সেখানে
যেখানে আমার গন্তব্যের লক্ষ্যস্থান রয়েছে।
আমাকে বাঁচতে হবে মানুষের মাঝে
এই সামাজিক নিয়ম মেনে।
একা একা চড়াই উতরাই পেরিয়ে
বহুদূর এগিয়ে এসেছি হাঁটিহাঁটি পায়ে,
পিছনে ফেরার সময় ফুরিয়ে গেছে।
একা একা এখন পথচলার কৌশল শিখে গেছি
বুঝতে শিখেছি কিভাবে এগুতে হয়।
মানুষের মতো ছলাকলা বিবেক বুদ্ধি
সব কিছু আয়ত্তে এনেছি
এসব এখন আমার হাতের মুঠোয়।
আমাকে আর ঠকানো যাবেনা কিছুতে
আমি লক্ষ্যেস্থানে পৌঁছে যাবোই
শপথের কাছে হাঁটিহাঁটি পায়ে।