কবিতাঃ
হৃদয় গহীনে
কলমে-লুবনা জেরিন সীমা
২০/০৩/২০২৩
নিজের মনের সুখ বাগানে
আসেনাতো ঘুম
ফুলের গন্ধে মন ভরে না
রাত যখন নিঝুম।
মনের মালি বোঝেনাতো
কিসে আসে সুখ
হৃদয় টানে হৃদয় পানে
খোঁজে শুধু বুক।
সব ফুলেতে মধু আছে
অল্প কিম্বা বেশি
তবু কেন মধুর লোভে
হন্যে দিবা নিশি।
সব মধুতে মিষ্টি থাকে
জানে শুধু মধুকর
তবু কেন বৈরী বাতাস
আপনাকে করে পর।
মনের ভেতর জোয়ার ওঠে
প্রথম জীবনের মতো
তবুও কেন মন ভরেনা
বুকে কথা কতো।