*কবিতার পিছুটান*
কলমে-অবন্তী পিয়া
চট্টগ্রাম বাংলাদেশ।
থেমে যাবে সব কোলাহল-
আসবে যেদিন ওপারের ডাক।
সব ছেড়ে যেতে হবে
পারবে না রাখতে ধরে –
কোন মায়ার বাঁধন কিংবা পিছুটান।
জানবে না কেউ,
কতটা ব্যথা লুকিয়ে ছিল ওই মনে,
কত না বলা কথা রয়ে গেছে গোপনে।
বিনিদ্রায় কেটেছে কত রাত-
কৃত্রিম হাসির আড়ালে লুকিয়ে ছিল কত দীর্ঘশ্বাস।
স্বজন পরিজন কাঁদবে দু একদিন –
তারপর সবাই যাবে ভুলে।
জানবে না কেউ কেমন আছে-
একাকী ওই মাটির ঘরে।