অশ্রু ঝরে
ইরিনা নাজনীন
১৪/৮/২২
স্বপ্নগুলো নাকি নিরবে
অশ্রু ঝরায়,
গাছের রক্তাক্ত
হওয়ার মতো করে!
বেদনার নীল কাব্য বিশ্লেষণ
শুধু নিরাশার বানী শোনায়,
সুখের প্রত্যাশায়,
দুঃখগুলো ভাষা খোঁজে
তবুও অনন্তহীন চাওয়াগুলো।
সুখ আসবে একদিন
সুখ তো বদল হয়ে,
জীবনে সবার ঘরে আসে
উঁকি দেয় সুযোগ পেলে,
নতুবা নতুন প্রাণের স্পন্দনে
স্বপ্ন যোগে ধরা দেয়।
দুঃস্বপ্নের ঘোর কেটে যাবে
কেটে যাবে সুনামির
ভয়াল কড়াল রাত্রি,
কেটে যাবে ভয়ানক ভয়ার্ত
ক্ষণগুলির বিভিষীকা।
এক সময় ভালোবাসা ও
নিভৃতে কাঁদে,কেঁদেই যায়
মায়ার টানে বুকের কোনে,
ঠাঁই নেয় জড়িয়ে বুকেতে
তারপর ও অশ্রু ঝরে,
অবিরত অবলীলায়!
সব চিৎকার পেছনে ফেলে
প্রাণ পাখি যেন উড়ে না যায়?
ছোট এই জীবনের চাওয়া
বেদনার অশ্রু হ’য়ে বার-বার,
কেন ঝরবে ঝরতেই থাকে?
তবে কি প্রত্যাশার চাদরে,
ঝরে অশ্রু বিধি শুধু বাম!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন