কবিতা-
আমার পরাণে
কলমেঃ নওরীন বিশ্বাস
তারিখঃ ২৮-০৯-২০২২ ইং
আমার পরাণে তোমারি সাজে ভুবনে,
রঙিন স্বপ্ন হৃদয় পদ্মদলে।
আপন মনে গেঁথেছি তোমার মাঝে,
ডুবাবে না আমাকে চোখের জলে।
আমার সাধনায় তুমি আছো বাঁধনে,
ছোট ছোট স্বপ্ন বেঁধেছে জীবনের তরে।
সান্নিধ্য করেছো যখন তুমি আমায় প্রিয়,
চরণ তলে ঠাঁই দিয়ে রাখিবে না দূরে।
নিখিল ঘরে অমৃত পড়েছে মোর জীবনে,
দিকে দিকে ছুটে যায় মন তোমার স্মরণে।
মনের পিঞ্জিরায় কত কিছু বুনন হয়েছে,
তোমার কথা ভেবে আমার জীবনের চরণে।
নীল আকাশের নিচে কত লুকোচুরি থাকবে,
মানব রূপে সমাজের জোয়ার ভাটাতে।
সকল শিকল ভেঙে থাকিবে মোর জীবনে,
বেঁধেছি যখন আমি রাখিব জীবনের সাথে।
পলকে পলকে তোমার কথা মোর জীবনে,
ভেসে উঠে নীল আকাশের তরে।
সাজিয়ে বেড়াই তুমি আমার জীবনের মোড়ে,
নিরবে চুপি চুপি ভাবি শুধু তোমারে।
নীল আকাশের স্বপ্ন ভেঙে দিও না তুমি,
যে পথে আগমনী বার্তা আমাকে ছাড়ে।
আমাকে ছেড়ে তুুমি কখনো যাবে না চলে,
ধরণীর বুকে রাখবো তোমায় আমার হৃদয়পুরে।