কবিতা-
আমার স্বাধীনতা- আমার সুখ
কলমে-লুবনা জেরিন সীমা
২৬/০৩/২০২৩
স্বাধীনতা তুমি গাঁয়ের বধূর
রক্তে রাঙানো টিপ,
স্বাধীনতা তুমি মুক্তি নিশান
বাংলা মায়ের প্রদীপ।
স্বাধীনতা তুমি উদিত সূর্য
সবুজের বুকে গান
স্বাধীনতা তুমি মায়ের বুক
শূন্য করা প্রতিদান।
স্বাধীনতা তুমি বীর বাঙালির
রক্ত স্নাত হাসি,
স্বাধীনতা তুমি মেঠো রাখালের
মুক্ত স্বাধীন বাঁশি।।
স্বাধীনতা তুমি ত্যাগের মহিমা
নওতো কারো দান,
স্বাধীনতা তুমি দক্ষিণা বাতাসে
জুড়িয়ে যাওয়া প্রাণ।
স্বাধীনতা তুমি লাখো বাঙালির
হাসি মাখা মুখ,
স্বাধীনতা তুমি নিঝুম রাতে
ঘুমিয়ে পড়া সুখ