কবিতা-
ইতিহাস কথা বলে
কলমে- নাজমুল হুদা পারভেজ
তারিখঃ ২৫-০৩-২০২৩ ইং।
রক্তাক্ত ইতিহাস ফিরে আসে-
বারবার ফিরে আসে ২৬ মার্চ
স্মরণ করিয়ে দেয়, একাত্তরকে।
সেদিন আমারা-
রক্তপাতহীন রাজনীতি করতে চেয়েছিলাম।
আমাদের নির্বাচিত সরকার চেয়েছিলাম
পাকিস্তানিরা বলেছিল, আমরা রাজনীতি করছি ।
গুলি চালিয়ে অধিকারের দাবিকে-
রক্তপাতময় রাজনীতিতে পরিণত করেছিল।
অবশেষে সাড়ে সাতকোটি বাঙালির
অবিসংবাদিত নেতা বুঝেছিলেন স্পষ্ট
রক্তপাতময় রাজনীতির নামই সংগ্রাম।
৭ই মার্চ শোষনমুক্তির মন্ত্রে –
উজ্জীবিত বাঙালিকে দিকনির্দেশনা দিলেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
তারপর,
২৫ মার্চের কালরাতে
রক্তস্নাত বাংলাকে দমাতে চেয়েছিল
গণহত্যা চালিয়ে পাকিস্তানি শাসকরা।
শোষন, নিপীড়ন কোন কিছুই-
দমাতে পারেনি বীর বাঙালিদেরকে।
স্বাধীনতার সংগ্রামে- নয় মাস পর
পূর্ব দীগন্তে ঠিকই উদ্ভাসিত হয়েছিল
রক্ত লাল মুক্তির সূর্য।।