কবিতা-
“উদিত সূর্যের অপেক্ষায়”
কলমে-মাহফুজা পারভীন মনি
মিরপুর ডি, ও, এইচ, এস ঢাকা।
একটি উদিত সূর্যের অপেক্ষায়
নির্ঘুম কেটে গেলো দ্বিপ্রহর রাত
ভাবনাগুলো যেনো মনকে করে তুলছে অস্থির
আধার কালো রাতটা যেন অসহ্য লাগছে।
কি এতো ভাবছি আমি,,? কেনই বা ভাবছি তোমায়
যাকে নিয়ে ভাবনাগুলো নিদ্রাহীন করেছে আমায়
সে তো ভাবে না আমায়,,? তাহলে আমি কেন ভাবনার
প্রত্যুশ্যে কাটিয়ে দিলাম নিদ্রাহীন রাত।
নিছক অপ্রত্যাশিত ভালোবাসা তোমাকে ঘিরে ভীড় করে
মনের অতলে। এ কেমন ভালোবাসা,,?
তাহলে কি একতরফা ভালোবাসা আমাকে
করে তুলেছে অন্ধকার রাতের নিদ্রাহীন সংগী
তুমি কি কোনদিনই ভালোবেসে পারো নি আমার
হৃদয়কে ছুঁতে,,? একবার হৃদয়টাকে ছুঁয়ে দেখতে
কতো ভালোবাসা আছে এই অন্তরের গভীরে।
এখন যেন এই হৃদয়টাও ভালোবাসাহীন হয়ে গেছে
রয়ে গেছে শুধু ভাবনাগুলো যা আমায় গভীর রাতে
জ্বালায়, ঘুমোতে দেয়না। এ ভাবেই কেটে যায় রাত
ভোরের সুর্যটা জানালায় উঁকি দিয়ে বলছে
রাতের আঁধার কেটে উদিত হয়েছে নতুন সকাল।
আমি জানালায় দাঁড়িয়ে দেখি ভোরের সূর্যটাকে
কি অপূর্ব সুন্দর সেই ভোরের সূর্যটা
পৃথিবীটাকে করেছে আলোকিত সকাল…!!!