কবিতা-
এই তো আমার স্বাধীনতা
কলমে- জেসমিন দীপা
—————————————
শরতের স্নিগ্ধ নীলাকাশ
সাদা মেঘ নুয়ে এসে ছুঁয়ে যায়
আপাদমস্তক
শুভ্র নীল বসন হয়ে
আঁচল দোলে…
ফিঙে টিয়া উড়ে
কী সুন্দর দেখতে আমায়,
দেখে অবাক পৃথিবী জুড়ে!
বর্ষার রিমঝিম বৃষ্টির ধারা
রংধনু চুড়িতে রিনিরিনি কাঁপন তোলে,
দিশেহারা বাতাস অনূরনে
কদম শিউলি বকুল বেলী কন্ঠের সীতাহার
এমন কারুকাজ মিলবে না কভু
বিরাট বিশ্ব ভীড়ে ৷
সংস্কৃতি মাথার তাজ,
আমার বিবেক বুদ্ধি লাজ
নগ্নতার বিরুদ্ধে অপরুপ সাজ!
শিশির সিক্ত সবুজ ঘাস
দু’পা জড়িয়ে মৃত্তিকার গল্প শুনায়
নুপুরের নিক্কনে
শুনি সন্তর্পনে উচ্ছসিত মনে
আকাশের ঘন কালো মেঘ
উপুড় হয়ে পরে কাজল দীঘল চুলে
মেঘ ভেঙ্গে যখন পূর্ণিমা হাসে
ডানা মেলি পরীর বেশে
খোঁপার চোরাকোঠায় ,
বিনুনির ঘেরাটোপে
প্রিয়তম মুখ লুকায়
আমি বাংলার মেয়ে
মা বলে ডাকি
এ আমার স্বদেশ
আমার ইতিহাস
আমার শেকড়ে ,বাকড়ে
আমার অবাধ বিস্তর স্বাধীনতা৷
=======