কবিতা :- একটা ঝড় আসুক
কলমে :- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
নীহারিকা, কোলকাতা, ভারত।
তারিখ:- ২৩/০৯/২০২২
একটা ঝড় আসুক
উড়িয়ে নিয়ে যাক হিংসা,
মুছে দিক যত কূটকচালি কলঙ্ক আর কুৎসা,
ভালোবাসে তো বাসুক,
একটা ঝড় আসুক।
নতুন পৃথিবী বাঁচুক
নিয়ে প্রাণভরা ভালোবাসা
নবারুনের পবিত্র আলোয় ঘুচে যাক নিরাশা,
ভালোবাসে তো বাসুক,
একটা ঝড় আসুক।
ভাবনায় যত গন্ডগোল
খোলা খাতায় লিখে রেখো, নির্ঘাত পাগল,
লিখুক, যা খুশি লিখুক,
ভালো না বাসে, বাসুক,
একটা ঝড় আসুক।
কষ্ট পাইনা, পেলেও বেদনা
ভাবনাগুলো তো হাতের খেলনা,
কী সত্যি! কী আবোল তাবোল!
বলছে পাগল, বলুক,
ভালো না বাসে, বাসুক,
একটা ঝড় আসুক।
আমি বিশ্বাসী, বাজলে বাঁশি
কান্না ভেজা চোখে ফুটবে আবার হাসি
হাসছে হয়তো খিলখিলিয়ে, হাসুক
ভালো না বাসে, বাসুক
একটা ঝড় আসুক।
পাল্টালে ভোল
ভুলবে ভবী, ছিঃ ছিঃ, কিসের গন্ডগোল?
গালে হাত, ভাবছে ভাবুক,
ভালো না বাসে, বাসুক
একটা ঝড় আসুক।
তার চেয়ে আয়
দ্বন্দ্ব মুছি, সন্ধি করি,
আনন্দে বুকে জড়িয়ে ধরি,
সোহাগে চুমায় আদর করি
যাহ্, লজ্জা লাগে, তা লাগুক,
ভালোবাসে তো বাসুক,
একটা ঝড় আসুক।
ইচ্ছেগুলো সলতে পাকাক,
প্রদীপ জুড়ে দিক্ না আলো
ঘুচিয়ে কালো, জ্বলবে আলো, জ্বলুক
ভালোবাসে তো বাসুক,
একটা ঝড় আসুক।
রোগ জ্বালা হোক, কিংবা হাঁচি
বন্ধু ছাড়া কেমনে বাঁচি?
কন্ঠ ছেড়ে বল্ একবার, বাঁচুক,
ভালোবাসে তো বাসুক,
একটা ঝড় আসুক।
=============