কবিতা-কিছু হতে পারিনি
                       কলমে-সেলিনা আকতার রুনু
কখনো কিছু হতে পারি নি!!
সেই ছোট্ট বেলা থেকে শুধু শুনেছি,,
এটা করা যাবে না, ওটা করা যাবে না,
এখানে যাস্ নে সেখানে যাস্ নে।
এই না, আর, না শুনতে শুনতে কখন
যে নিজের চারদিকে একটা বিধি,নিষেধের
অদৃশ্য দেয়াল গড়ে উঠেছে, নিজেই জানি না।
হাজারো প্রতিবন্ধকতা পেড়িয়ে যদি
হাত বাড়িয়েছি কোন স্বপ্ন ছুঁতে তো
ঠোকর খেয়ে ফিরে এসেছি।
সত্যিই তো আজ কোন যোগ্যতাই নেই
নিজেকে উপস্থাপন করবার মত।
না হতে পেরেছি ভালো সন্তান। বাবা মা,র কাছে।
পরের ঘরে পরবাসী, মা,বাবার-
কোন সেবা যত্ন করতে পারি নি।
তাঁদের কোন বিপদে কাছে থাকতে পারি নি।
ভালো সন্তান হতে পারি নি।
একটা সংসার পেয়েছি বটে কিন্তু
সেখানেও ভালো গৃহিণী হতে পারি নি।
সারাদিন কাজ শেষে শুনতে হয়,
কিবা কাজ করি সংসারে।
এখানেও কিছু হতে পারি নি।।
সন্তান সন্ততি লালন পালন করে
বড় করে এখন শুনি!!
কি করেছি তাদের জন্য।
ভালো মা হতে হলে কি কি করতে হয় জানা নেই।
তাই, ভালো মা হতে পারি নি।
দিন শেষে কিছু না হতে পাড়ার কষ্ট নিয়ে
যখন ঘুমাতে যাই। তখন…. …
ব্যর্থতার অগ্নি ফলিঙ্গ তার লকলকে
জিভ বের করে তাড়া করে আসে স্বপ্নের মাঝে।
আমি এখানেও কিছু হতে পারি নি।
আমার চার পাশে কিছু না হতে পাড়ার কষ্ট গুলো গুমরে কাঁদে।
কিছু হতে না পারার বিত্তে আবর্তিত জীবনে
কারো আপন হতে না পারলেও,……
আপনজন হারাচ্ছি একেএকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *