কলমেঃ সুলতানা রাজিয়া।
জীবনচারণের বিভিন্ন রুপে কৌতুকের বাতাবরণ,
এখানে খুঁজে পেয়েছি অনাস্বাদিত প্রেমের স্ফুরণ।
প্রকৃতির বৈশিষ্ট্য চিত্তকে আকৃষ্ট করে প্রবন্ধের সূচনা,
সুরের আমেজ বাস্তরুপে সৌন্দর্যের নিখুঁত চিত্র রচনা।
প্রশান্তি ও পূর্ণতার জন্য প্রকৃতিকে নুতন ভাবে দেখবার,
প্রেমের শ্বাশত অনুভবে ঋদ্ব হয়ে এখানে আসি বারবার।
চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
কাঙ্খিত প্রেয়সীকে খুঁজতে ভ্রমণক্লান্ত মন।
বহমান নদী ও সন্ধ্যার অন্ধকারে,
খুঁজছি কাল থেকে কালান্তর; যুগ থেকে যুগান্তর।
——————-